ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন ভেরিফাই

 Facebook Identity Confirmation Verify

একটা ফেসবুক আইডি আমাদের ইমোশন। যেখানে আমাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের সাথে সহজেই যোগাযোগ করা যায়। তাই আমরা প্রতিনিয়তই ফেসবুক আইডি নিয়ে উচ্চশিত থাকি। আর সেজন্য আপনার ফেসবুক আইডি ভেরিফাই করা খুবই জরুরী। 


ফেসবুক আইডি কনফার্ম ইউর আইডেন্টিটি ভেরিফাই করলে সাসপেন্ড, লক, ডিজেবল হওয়ার হাত থেকে আইডি বাঁচানো যায়। বড় ধরনের কিছু না হলে আইডি ডিজেবল হয় না। 


ফেসবুক আইডি কনফার্ম ইউর আইডেন্টিটি ভেরিফাই থাকলে এডস একাউন্ট ডিজেবল হয় না। আর সেজন্য আইডেন্টিটি ভেরিফাই করা খুবই জরুরী। 


ফেসবুক আইডি কনফার্ম ইউর আইডেন্টিটি ভেরিফাই করার জন্য প্রয়োজনঃ

জাতীয় পরিচয় পত্র 

আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা


ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং জন্ম তারিখ হুবহু মিল থাকতে হবে। তারপর আপনি সেটিং থেকে জাতীয় পরিচয় পত্র জমা দিলেই আপনার ফেসবুক আইডি কনফার্ম আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url