ফেসবুক আইডি ডিজেবল
Facebook Account Disabled
প্রতিনিয়তই ফেসবুকের সিস্টেম আপডেট হয়। ফলে ফেসবুকের বিভিন্ন বিষয়ের পরিবর্তন ঘটে। এতে ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে বিনা কারণে ফেসবুক আইডি লক হয়ে যাওয়া, ডিজেবল হয়ে যাওয়া, অথবা সাসপেন্ড হয়ে যাওয়া।
ডিজেবল থেকে ফেসবুক আইডি রক্ষার উপায়:
আপনার ফেসবুক আইডিটি অথেন্টিক হতে হবে। এখানে অথেন্টিক বলতে আপনার অরজিনাল নাম, ডেট অফ বার্থ এবং অরিজিনাল ছবি ফেসবুকে থাকতে হবে। পাশাপাশি এমন কোন পোস্ট বা কমেন্ট করা যাবে না যেগুলোর কারণে আপনার ফেসবুক আইডি ডিজেবল হতে পারে।
উল্লেখযোগ্য: সেক্সুয়াল পোস্ট, রক্তাক্ত পোস্ট, রক্তাক্ত প্রোফাইল, কাউকে গালি দিয়ে পোস্ট, গালি দিয়ে কমেন্ট ইত্যাদি।
এগুলো মেইনটেইন করলে সহজেই আপনার ফেসবুক আইডি ডিজেবল হবে না।